1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

লা লিগা শুরু ১২ আগস্ট, প্রথম দিনই মাঠে নামছে বার্সা ও রিয়াল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩

২০২৩-২৪ মৌসুমের লা লিগার সূচি প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যেই ট্রান্সফার মার্কেটের ব্যস্ততা দেখে মনে হচ্ছে আগামী মৌসুমটা ক্লাবগুলোর জন্য বেশ চ্যালেঞ্জিং হবে।
বার্সেলোনার কাছ থেকে যেকোনো মূল্যে লা লিগার হারানোর শিরোপাটা উদ্ধার করতে বদ্ধপরিকর রিয়াল মাদ্রিদ। সে লক্ষ্যে ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামকে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরোতে দলে ভিড়িয়েছে। এ ছাড়া ১২০ মিলিয়ন ইউরোর বেশি ব্যয় করে পিএসজির কিলিয়ান এমবাপ্পে অথবা টটেনহ্যামের হ্যারি কেনের যেকোনো একজনকে দলে নিতে আগ্রহী গ্যালাকটিকোরা। তারকা স্ট্রাইকার করিম বেনজেমা সৌদি আরবে চলে যাওয়ায় তার জায়গা পূরণে উঠেপড়ে লেগেছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ।
এদিকে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত বার্সেলোনা ২০১৯ সালের পর প্রথমবারের মতো গত মৌসুমে লা লিগা শিরোপা জয় করে। ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ইকে গুনডোগানকে ফ্রি ট্রান্সফার সুবিধা দলে ভেড়ানো এখন তাদের জন্য সময়ের ব্যাপার।
গত মৌসুমের দ্বিতীয় ভাগে স্পেনে সম্ভবত সেরা দল এ্যাথলেটিকো মাদ্রিদ আঁতোয়ান গ্রীজম্যানের নেতৃত্বে বেশ সফলভাবেই লিগ শেষ করেছে। তাদের আশা এবার মাদ্রিদ-বার্সার আধিপত্য খর্ব করে আবারও নিজেদের প্রমান করা। গত এক দশকে দিয়েগো সিমিওনের অধীনে তারা দুইবার সেটা করে দেখিয়েছে।
এদিকে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদ, সেভিয়া, ভিয়ারিয়াল, রিয়াল বেটিস ও এ্যাথলেটিক ক্লাব। সংক্ষিপ্ত সময় দ্বিতীয় বিভাগে কাটিয়ে আবারো লা লিগায় ফেরা গ্রানাডা, লাস পালমাস ও আলাভেসও নিজেদের সামর্থ্যরে প্রমাণে শতভাগ দিতে প্রস্তুত।
লা লিগার নতুন মৌসুম শুরু হবে আগামী ১২ আগস্ট । প্রথম দিনেই মাঠে নামছে দুই জায়ান্ট বার্সেলোনা ও মাদ্রিদ। কঠিন সফরে বার্সেলোনার প্রতিপক্ষ হোসে বোরডালার গেতাফে। অতীতে এই দলটির বিরুদ্ধে বেশ কঠিন সময় পার করেছে বার্সা। গত মৌসুমে প্রথম ম্যাচে ১-০ গোলের কষ্টার্জিত জয়ের পর দ্বিতীয় ম্যাচে গোলশূন্য ড্র করেছে জাভি হার্নান্দেজের দল।
মাদ্রিদও কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন মৌসুম শুরু করতে যাচ্ছে। এ্যাওয়ে ম্যাচে তাদের প্রতিপক্ষ এ্যাথলেটিক ক্লাব। ঘরের মাঠে এ্যাথলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ নতুন উঠে আসা গ্রানাডা। প্রথম দিনে আরো মাঠে নামবে সেভিয়া বনাম ভ্যালেন্সিয়া ও ভিয়ারিয়াল বনাম রিয়াল বেটিস।
আসন্ন মৌসুমে নিয়মিত হোম ভেন্যু ক্যাম্প ন্যুতে আর খেলতে পারছেনা বার্সেলোনা। আগামী অন্তত ১৫ মাস স্টেডিয়ামের সংষ্কার কাজ চলার কথা রয়েছে। এ সময় বার্সেলোনার হোম ম্যাচগুলো মন্টিজুইকের অলিম্পিক স্টেডিয়ামে আয়োজিত হবে। এর ফলে স্টেডিয়ামে ধারণ ক্ষমতা ১ লাখ থেকে কমে অর্ধেকে নেমে এসেছে। জাভি স্বীকার করেছেন নতুন পরিবেশের সাথে তাদের মানিয় নেয়া কিছুটা হলেও কঠিন হবে। ২০ আগস্ট দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় ম্যাচেই এই মাঠে কাডিজকে আতিথ্য দেবে জাভি বাহিনী। কিন্তু বার্সেলোনা তাদের প্রথম চার ম্যাচের তিনটিই খেলবে ঘরের বাইরে। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির আগে ২৭ আগস্ট ভিয়ারিয়াল ও ৩ সেপ্টেম্বর ওসাসুনার বিরুদ্ধে মাঠে নামবে বার্সা। কঠিন এই চ্যালেঞ্জের পর চার ম্যাচের তিনটিই খেলবে ঘরের মাঠে, প্রতিপক্ষ রিয়াল বেটিস, সেল্টা ভিগো ও সেভিয়া। অক্টোবরের এই সময়ের মধ্যে আবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বও শুরু হয়ে যাবে।
এদিকে এ্যাথলেটিকোর পর দ্বিতীয় ম্যাচে ২০ আগস্ট আলমেরিয়া ও ২৭ আগস্ট সেল্টা সফরে যাবে রিয়াল মাদ্রিদ। এরপরপরই মাদ্রিদ ডার্বিতে ৩ সেপ্টেম্বর বার্নাব্যুতে গেতাফেকে আতিথ্য দিবে।
অক্টোবরের একেবারে শেষভাগে বার্সেলোনার বিরুদ্ধে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামবে মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি