হাতের আঙ্গুল ফ্র্যাকচার হওয়ায় আফগানদের সাথে টেস্ট খেলতে পারেননি সাকিব আল হাসান। স্ত্রী সন্তানের সাথে সময় কাটাতে চলে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। কিন্তু আফগানিস্তানের সাথে ঢাকা টেস্টের আগে হঠাৎই দেশে ফেরত আসেন সাকিব । দেশে ফিরে একা একা রানিং, জিমওয়ার্ক করেছেন। একদিন দুদিন নেটে বোলিংটাও ঝালিয়ে নিয়েছেন ‘চ্যাম্পিয়ন ’ সাকিব’। কিন্তু তারপর হঠাৎ নিরবে নিভৃতে ১৯ জুন কানাডা চলে যান সাকিব।
যেদিন মাঝ রাতের ফ্লাইটে তিনি কানাডা যাত্রা করেন, সেদিন শেরে বাংলায় অনুশীলন করেন সাকিব।
কী ব্যাপার, যুক্তরাষ্ট্রে স্ত্রী-সন্তানের কাছে না গিয়ে এবার হঠাৎ কানাডা গেলেন কেন সাকিব ? হঠাৎ তার কানাডা যাত্রা নিয়েও ভক্ত, সমর্থক মহলে উঠেছিল নানা প্রশ্ন।
তার খুব কাছের একাধিক সূত্র তখনই জানিয়েছিল যে, ২৬ জুন আবার কানাডা থেকে দেশে ফেরত আসবেন সাকিব। একা নন, স্ত্রী ও সন্তানসহ। এবং এবার স্ত্রী সন্তান নিয়ে মাগুরায় বাবা মার সাথে ঈদ করবেন।
যে কথা সেই কাজ। আজ মধ্য রাতে পরিবারসহ দেশে ফিরছেন সাকিব।
বিসিবি প্রটোকল ম্যানেজার ও সাকিবের খুব ঘনিষ্ট ওয়াসিম খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সাকিব সোমবার মধ্য রাতে স্ত্রী ও সন্তানসহ বিমানের ফ্লাইটে কানাডা থেকে দেশে ফিরে আসবেন। ঈদের আগে মাগুরা চলে যাবেন বাবা মার সাথে ঈদ করতে।