1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

২০২৩ ব্যালন ডি’অরের যোগ্য দাবিদার বাছলেন বিশ্বকাপজয়ী ফ্রান্স কিংবদন্তী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। যে ট্রফিটি পাওয়া যে কোনও খেলোয়াড়ের জন্যই সম্মানজনক। গত দেড় যুগ ধরে এ ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঝে লুকা মদ্রিচ আর করিম বেনজামা ছাড়া আর কেউই সেখানে ঢুকতে পারেননি। ২০২৩ সালের মাঝামাঝি সময়ে দেয়া হবে ৬৭তম ব্যালন ডি’অর ট্রফি।
এ বিশেষ ট্রফিটি রেকর্ড সর্বোচ্চ সাতবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনের বয়স হয়ে গেছে, তারা রয়েছেন ক্যারিয়ারের সায়াহ্নে। ইতোমধ্যে এ দু’জন ইউরোপকে বিদায় জানিয়েছেন।
বরাবরের মতো এবারও একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রয়েছেন বেশ কয়েকজন। স্বাভাবিকভাবেই শত শত কোটি ফুটবলপ্রেমীর কৌতুহল, ২০২৩ সালে কে পাচ্ছেন এটি। ইতোমধ্যে ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’ এবারের ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ অক্টোবর প্যারিসে আয়োজিত হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান। যেখানে ২০২২-২৩ মৌসুমের বর্ষসেরাদের তালিকা প্রকাশ করা হবে। সে হিসেবে মাত্র চার মাস বাকি।
চলতি মৌসুমে গোলডটকমের জরিপে ব্যালন ডি’অর জয়ের লড়াইয়ে রয়েছেন লিওনেল মেসি, আর্লি হালান্ড, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও কেভিন ডি ব্রুইনারা। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এর মধ্যদিয়ে মৌসুমে ট্রেবল জিতেছে সিটিজেনরা। তাই অনেকেই এগিয়ে রাখছেন হালান্ডকে।
তবে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও ফাইনালে নিজের ছায়া হয়ে ছিলেন হালান্ড। তবুও ম্যানসিটি বস জানিয়েছেন এবারের ব্যালন ডি’অর ট্রফিটি তার শীষ্য হালান্ডের হাতেই দেখতে চান। তবে এটি পাওয়াটা সহজ হবে না মোটেও। কেননা তাকে প্রতিযোগিতা করতে হবে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির সঙ্গে।
এবার ব্যালন ডি’অর নিয়ে নিজের পছন্দ বাছলেন রিয়াল মাদ্রিদের সাবেক কোচ ও বিশ্বকাপজয়ী ফ্রান্স ফুটবলার জিনেদিন জিদান। সম্প্রতি তিনি নিজের পছন্দের কথা জানিয়েছেন গণমাধ্যমে। কথা বলেছেন ফ্রান্সের টেলিভিশন টেলিফুটের সঙ্গে। সেখানেই তিনি জানিয়েছেন কার হাতে দেখতে চান এবারের ফুটবলের সর্বোচ্চ মর্যাদার ট্রফিটি। খবর ডেইলি পোস্ট
বিশ্বকাপজয়ী জিদান চান এই বছরের ব্যালন ডি’অর তার স্বদেশী তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পের হাতেই উঠুক। তিনি আরও বলেন, আমি আশা করি এমবাপ্পে অনেক ব্যালন ডি’অর জিতবেন। আমি তাকে ফলো করি ও তার প্রশংসা করি।
এরপর তিনি বলেন, ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০২৩ সালের ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে এমবাপ্পে অনেক এগিয়ে।
বিদায়ী মৌসুমে এমবাপ্পে ৫৫ গোলের পাশাপাশি করেছেন ১৪টি অ্যাসিস্ট। শিরোপা রয়েছে লিগ ওয়ানের।
এমবাপ্পেকে ব্যালন ডি’অরের জন্য লড়াই করতে হবে মেসি ও হালান্ডের সঙ্গে। যেখানে মেসি বিদায়ী মৌসুমে পিএসজির হয়ে ৩৯টি গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। মেসি পিএসজির হয়ে লিগ ওয়ান ও ট্রফি দেস চ্যাম্পিয়ন ছাড়াও জিতেছেন ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা ফুটবল বিশ্বকাপ। আর হালান্ড ৫৬ গোল ও ৯টি অ্যাসিস্ট করেছেন। ম্যানসিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা জিতেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি