বার্সেলোনা এবং আর্জেন্টিনা দলে লিওনেল মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে। গতবছর কাতার বিশ্বকাপে ছিলেন মেক্সিকোর কোচ। আগে মেজর লিগ সকারের ক্লাব আটলান্টা ইউনাইটেডের দায়িত্বেও ছিলেন। এবার ইন্টার মিয়ামির কোচ হলেন জেরার্ডো মার্টিনো। ৬০ বর্ষী সাবেক আর্জেন্টাইন ফুটবলার টাটা মার্টিনো নামে পরিচিত।
বিশ্বজয়ী মেসি নতুন মৌসুমে ইন্টার মিয়ামিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সেইসূত্রে এ নিয়ে তৃতীয়বার মেসির কোচ হচ্ছেন মার্টিনো। ২০১৩-১৪ সালে বার্সার কোচ ছিলেন। পরে আর্জেন্টিনার কোচ হিসেবে দুবছর দায়িত্বে ছিলেন। এ সময়ের মধ্যে আলবিসেলেস্তে অধিনায়ক তার শিষ্য ছিলেন। পরে আটলান্টা ইউনাইটেডে যোগ দেন। দলটির ২০১৮ সালে শিরোপা জয়ে রাখেন ভূমিকা।
খেলোয়াড়ি জীবনে মার্টিনো আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলেছেন। পরে কোচিংও করিয়েছেন। যে ক্লাব মেসির শৈশবের ক্লাব হিসেবেই বেশি পরিচিত। ক্লাবটি থেকেই মেসিকে লা মাসিয়া একাডেমিতে নিয়ে আসে বার্সা। মার্টিনোর অধীনে প্যারাগুয়ে ২০১১ সালে কোপা আমেরিকায় রানার্সআপ হয়েছিল।
ইংলিশ কোচ ফিল নেভিলকে বরখাস্ত করেছে মিয়ামি। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন জাভিয়ের মোরালেস। এরপর থেকে মার্টিনোর আগমন ব্যাপকভাবে প্রত্যাশিত ছিল।
মার্টিনোর অন্তর্ভুক্তি প্রসঙ্গে মিয়ামির মালিকানার অংশীদার ও সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম বলেছেন, ‘টাটা আমাদের খেলাধুলার একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব। ট্র্যাক রেকর্ড নিজেই তার পক্ষে কথা বলছে।’
‘আমরা আত্মবিশ্বাসী যে, খেলাধুলায় তার কৃতিত্ব এবং প্রধান কোচ হিসেবে অভিজ্ঞতা আমাদের দলকে অনুপ্রাণিত করবে। আমাদের ভক্তদের রোমাঞ্চিত করবে। মাঠে এবং বাইরে তিনি কী প্রভাব ফেলবেন, তা দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’
নতুন দলে যোগদান নিয়ে মার্টিনো বলেছেন, ‘ইন্টার মিয়ামির মতো একটি বড় ক্লাবে যোগ দিতে পেরে আমি খুবই রোমাঞ্চিত। জানি একসাথে আমরা অনেক ভালো কিছু করতে পারব।’
‘এ অঞ্চলে একটি প্রধান প্রতিযোগী হওয়ার জন্য ক্লাবটির প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। বিশ্বাস করি, প্রত্যেকের কঠোর পরিশ্রম এবং প্রতিশ্রুতি দিয়ে আমরা সেখানে পৌঁছতে পারব।’