স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এবারের ঈদ সারা দেশের মানুষই স্বস্তির সঙ্গে করেছে।
রবিবার (২ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো ছিল। রাজধানীতেও পরিস্থিতি ভালো ছিল। কিন্তু এরমধ্যেও একজন পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা দুঃখজনক। এছাড়া এক সাংবাদিককে আহত করা হয়েছে। এসব ঘটনা আমরা খতিয়ে দেখছি।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ কখনও জনবিচ্ছিন্ন নয়। জনগণই তাদের মূলশক্তি। তাই আমি মনে করে জনগণ আমাদের প্রতি আস্থা রাখবে।’
ঈদের পর বিএনপির আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা যদি সভা-সমাবেশের নামে দেশে আবারও অরাজকতা করার চেষ্টা করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীও বসে থাকবে না। তারা এসব অশান্তি করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। নির্বাচন নিয়ে সভা-সমাবেশে আবার সেরকম করলে জনগণ তা মেনে নেবে না। যারা এই ধরনের হত্যা, জ্বালাও-পোড়াও রাজনীতি করে জনগণ কখনোই তাদের মেনে নেবে না। বরং তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বে দিন দিন।’
বাজারে কাঁদা মরিচের দাম বৃদ্ধি নিয়েও কথা বলেন আসাদুজ্জামান খান কামাল। তার কথায়, ‘জনগণ জানে অতি বৃষ্টিতে কাঁচা মরিচের দাম বাড়বে। বৃষ্টির কারণে কাঁচা মরিচসহ কিছু পণ্যের দাম বেড়ে গেছে। বৃষ্টি কমে গেলে এগুলোর দামও কমবে। অনেক পণ্যের দামই এরমধ্যে কমে গেছে। আরও কমবে।’