হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্টের তৃতীয় দিনে হানা দিয়েছে বৃষ্টি। ভেস্তে যায় দিনের প্রথম দুই সেশন। শেষ সেশনে খেলা গড়ায় মাঠে। বল হাতে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ট্রাভিস হেডের দুর্দান্ত ইনিংসে জয়ের জন্য অবশ্য চ্যালেঞ্জিং স্কোরই স্বাগতিকদের সামনে দিয়েছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে অস্ট্রলিয়া অলআউট হয়েছে ২২৪ রানে।প্রথম ইনিংসের ২৬ রানের লিড মিলিয়ে ইংলিশদের লক্ষ্য দিতে পেরেছে ২৫১ রানের। জয়ের লক্ষ্যে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৭ রানে দিন শেষ করেছে ইংল্যান্ড। সিরিজ বাঁচাতে শেষ দুই দিনে স্বাগতিকদের প্রয়োজন ২২৪ রান। হাতে উইকেট রয়েছে সবগুলো। ৫ ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট জিতেছে অস্ট্রেলিয়া।
বৃষ্টিতে প্রথম দুই সেশন ভেস্তে যাওয়ার পর ব্যাটে নামে অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ১১৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে সফরকারী দলটি। এক ওভার খেলা হতে না হতেই আবারও হানা দেয় বৃষ্টি। পরে বন্ধ হয়ে যায় খেলা।
ফের খেলা শুরু হলে ধারাবিহকভাবে উইকেট হারাতে থাকে অস্ট্রলিয়া। একপ্রান্তে হাল ধরেন ট্রাভিস হেড। ইংল্যান্ডকে ২৫১ রানের লক্ষ্য দিতে অজিদের হয়ে বড় অবদান তার। ১১২ বলে ৭৭ রানের ইনিংস খেলেছেন। ২২৪ রানে থামে অজিদের ইনিংস।
ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও ক্রিস ওকস।
জবাবে নেমে ৫ ওভার ব্যাট করেছে স্বাগতিক দল। কোনো বিপদ হতে দেননি বেন ডাকেট ও জ্যাক ক্রলি। কোনো উইকেট না হারিয়ে ২৭ রানে দিন শেষ করেন। ডাকেট ১৯ বলে ১৮ ও ক্রলি ৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করবেন।