১১ বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। তাও আবার ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে।
আজ রোববার প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশ সফরকারী ভারতকে ১১৫ রানের লক্ষ্য দিয়েছে।
হোম অব ক্রিকেটে র্যাঙ্কিংয়ে চার নম্বর দলের সঙ্গে খেলতে নামা বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছিল। সাথী রানী ও শারমিন সুলতানা মিলে ২৭ রানের উদ্বোধনী জুটি উপহার দিয়েছেন। শারমিন ১৭ রানে আউট হওয়ার পর সাথীকে সঙ্গে নিয়ে সোবহানা মোস্তারি ২৫ রানের জুটি গড়েন। সাথী (২২) দলীয় ৫২ রানে আউট হওয়ার মুহূর্তেও ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক নিগার সুলতানার রান আউটের পর মোমেন্টাম হারায় স্বাগতিক দল। শেষ পর্যন্ত স্বর্ণা আক্তার ২৮ ও রিতু মনির ১১ রানে ভর করে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১১৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে। সোবহানার ব্যাট থেকে আসে ২৩ রানের ইনিংস।
ভারতীয় বোলারদের মধ্যে পূজা ভাস্ত্রাকার, মিন্নু মানি ও শেফালি ভার্মা একটি করে উইকেট নিয়েছেন।