1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

রাশিয়া থেকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আসবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

আগামী সেপ্টেম্বরে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আসবে । পারমাণবিক কেন্দ্রটির জন্য ৫০ টন জ্বালানি পাঠাবে রাশিয়া। জ্বালানির এ চালান সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশে নিয়ে আসবে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটম।

সোমবার (১০ জুলাই) বিজ্ঞান ও প্রযুক্তি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্র জানায়, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে রাশিয়া থেকে ৫০ টন পারমাণবিক জ্বালানির প্রথম চালান বাংলাদেশে আনার বিষয়ে কথা চলছে। চালানটি সুষ্ঠুভাবে পরিবহনের জন্য একটি কারিগরি দল ইতোমধ্যে বৈঠক করেছে। জ্বালানি সমুদ্রপথে নিয়ে আসার পর সেখান থেকে কীভাবে রূপপুরে নিয়ে যাওয়া হবে, বৈঠকে সে বিষয়ে আলোচনা হয়েছে।

আর একটি সূত্র জানায়, বাংলাদেশে পারমাণবিক জ্বলানির চালানটি আসার পর সড়কপথে বন্ধের দিন, বিশেষ করে শুক্রবার পরিবহন করার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি জ্বালানি নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেনাবাহিনী এবং পুলিশি নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রগুলো আরও জানায়, বিদ্যুৎকেন্দ্রের চুল্লির জন্য পারমাণবিক জ্বলানি কেন্দ্রের অভ্যন্তরে নির্ধারিত স্থানে সিল করা হবে। পরবর্তীতে একবছর সময়ের মধ্যে জ্বালানি ব্যবহার করা যাবে।

এদিকে, আগামী ৩০ জুলাই দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। বাংলাদেশ সফরকালে তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করবেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি