1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন

অবসরের সময় জানালেন মেসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

গেল বিশ্বকাপের পর থেকে আর্জেন্টাইন মহারথী লিওনেল মেসির অবসর নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। একের পর এক গুঞ্জন উঠছে আন্তর্জাতিক ফুটবলকে তার বিদায় জানানো নিয়ে। কিন্তু মেসির পক্ষ থেকে আসছে না কোনো আনুষ্ঠানিক বক্তব্য।
বিভিন্ন সাক্ষাৎকারে মেসি বারবারই অবসর কবে নিচ্ছেন সেই প্রশ্নের সম্মুখীন হন। কোনোবারই তারকা এই ফুটবলার সরাসরি উত্তর দেন না সেই প্রশ্নের।
কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন ২০২৪ সালের কোপা আমেরিকা খেলে মেসি বিদায় জানাবেন আন্তর্জাতিক ফুটবলকে।
বেইন স্পোর্টসকে দেয়া সেই সাক্ষাৎকারে মেসি ইঙ্গিত দিয়েছিলেন ২০২৬ সালের বিশ্বকাপের আগেই বিদায় নেবেন তিনি, কাতার বিশ্বকাপই ছিল তার শেষ বিশ্বকাপ। মেসির ভাষ্য ছিল, ‘বিশ্বকাপ নিয়ে যা বলেছি, সেটাই স্বাভাবিক। বয়স এবং সময়ের কারণে বিশ্বকাপ খেলাটা কঠিন হবে। ’
তিনি আরও বলেছিলেন, ‘আমি (বর্তমান) মুহূর্তগুলো উপভোগ করি, প্রতিটি দিন। এখানে থাকা, এখন সামনে বাছাইপর্বের ম্যাচ আসছে, তারপর কোপা আমেরিকা। বিশ্বকাপ নিয়ে ভাবনা বহু দূরে। আমরা যা পেয়েছি তা উপভোগ করা উচিত এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত। ’
তবে সম্প্রতি আর্জেন্টিনার পাবলিকা টিভিতে দেওয়া সাক্ষাৎকারে অবসর ইস্যুতে নতুন তথ্য দিলেন মেসি। স্পষ্ট করে জানিয়ে দিলেন সময়টা খুব বেশি নেই আর তার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর। যদিও পুরো বিষয়টা বিধাতার ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।
মেসি বলেন, ‘আমি এখনও জানি না কবে (অবসর নিবো)। আমার মনে হয়, যখন সময় আসবে তখনই। সবকিছু জয়ের পর এখন আমি ফুটবল উপভোগ করতে চাই। অবসরের সেরা সময় কখন সেটা ঈশ্বর সিদ্ধান্ত নেবেন। ’
তিনি আরও বলেন, ‘আমার বয়সের কারণে যৌক্তিকভাবেই এটা খুব বেশি দেরি নেই। কবে অবসর নেব সুনির্দিষ্ট করে জানি না। অবসরের পরে হয়তো আমার এই অর্জনের গুরুত্ব বেশি বুঝতে পারব। ’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি