আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজে নাকাল দশা হয়েছে টাইগারদের। ২-১ ব্যবধানে সিরিজ খোয়ানোর পর খানিকটা ভাঙা মন নিয়েই সিলেটে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়েছিল সাকিব আল হসানের দল। তবে এবার ঘুরে দাঁড়িয়ে রশিদ খানদের যোগ্য জবাব দিয়েছে সাকিব বাহিনী। টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।
সংবাদ সম্মেলনে সাকিবও নিজের তৃপ্তি আড়াল করলেন না।
বাংলাদেশের অধিনায়ক বলেছেন, এটা অনেক স্বস্তির যখন, আমরা যেসব করার চেষ্টা করছি, সেসব কাজে আসে বা কাজে লাগে, কিংবা পরিকল্পনাগুলোর প্রতিফলন আমরা দেখছি যে মাঠে পড়ছে এবং ওই অনুযায়ী ক্রিকেটাররা বাস্তবায়ন করতে পারছে এবং ফলাফলও হচ্ছে, তখন এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে।
সাকিব আরো জানালেন, আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা, দলের হয়ে অবদান রাখার চেষ্টা করা এবং দল হিসেবে খেলার, সেটি আমরা চেষ্টা করছি।
পরিসংখ্যান বদলে দিতে পেরে সাকিব লেছেন, আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে আমাদের খুব ভালো ছিল না এই সিরিজের আগে।
যেহেতু এরকম সিরিজ জিততে পারলাম, বিশেষ করে এরকম কন্ডিশনে, আমার কাছে মনে হয় এই জয় আমাদেরকে সামনে ভালো ফলাফলের জন্য আরো প্রেরণা জোগাবে।