1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন

আফগানিস্তানের জনপ্রিয় গায়িকাকে পাকিস্তানে গুলি করে হত্যা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জুলাই, ২০২৩

আফগানিস্তানের জনপ্রিয় গায়িকা হাসিবা নুরিকে গুলি করে হত্যা করা হয়েছে। পাকিস্তানের পেশোয়ারে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিতে নিহত হন বলে জানা যায়।

রোববার (১৬ জুলাই) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে নিউজ১৮।

এ ছাড়া বৈশ্বিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে গুলি করে হত্যা করা হয়েছে ৩৮ বছর বয়সী এই গায়িকাকে। এ শিল্পীর ঘনিষ্ঠ বন্ধুরা ও সহশিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই তথ্য নিশ্চিত করেছেন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

২০২১ সালে তালেবানদের হাত থেকে বাঁচতে পালিয়ে পাকিস্তানে গিয়ে আশ্রয় নেন হাসিবা। তারপর থেকে পেশোয়ারে ছিলেন তিনি। সেখানেই অজ্ঞাত বন্দুকধারী গায়িকাকে গুলি করে হত্যা করে। ঘটনার পরই এলাকায় প্রবল চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাকিস্তানি পুলিশ গায়িকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

আফগানিস্তানের জনপ্রিয় গায়িকাকে পাকিস্তানে গুলি করে হত্যা

প্রসঙ্গত, দেশ থেকে পালিয়ে পাকিস্তানে যাওয়ার পর তালেবান শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন হাসিবা। সাক্ষাৎকার দিতে গিয়েও একাধিকবার নিজ দেশের নারীদের দুর্দশার কথা বলেছেন। তালেবানরা কীভাবে নারীদের অত্যাচার করছে সে কথাও জানান তিনি।

সূত্র : দ্য স্টেটমেন্ট ডটকম

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি