ক্রিমিয়ার বর্ধিত অংশের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে বুধবার আগুন ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ ওই এলাকা থেকে দুই হাজারেরও বেশি বেসামরিক নাগরিককে দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছে।
মস্কো নিযুক্ত ক্রিমিয়া প্রধান সের্গেই আকসিওনভ বলেন, ‘কিরোভস্কি জেলার সামরিক ঘাঁটি সংলগ্ন চারটি এলাকার দুই হাজারেরও বেশি মানুষকে সাময়িকভাবে সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হয়েছে।’
খবর এএফপি