1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:২৮ পূর্বাহ্ন

দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ হাজি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সৌদি আরবে হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি। তিন এয়ারলাইন্সের ২২২টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

শুক্রবার (২১ জুলাই) দিবাগত মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ২২২টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি।
২২২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯৯টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮৪টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৩৯টি। এ বছর হজ অনুষ্ঠিত হয় ২৭ জুন।
এদিকে হাজিদের সুবিধার্থে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা কাস্টমস জোন করা হয়েছে। একইসঙ্গে এবারই প্রথম আলাদা করে জমজমের পানি আনার অনুমতি বাদ দিয়ে বিমানবন্দরে প্রত্যেক হাজিকে ৫ লিটার জমজমের পানি সরবরাহ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি