1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশকে উচ্চআয়ের দেশে পরিণত করতে সহযোগিতা করবে জাপান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩

জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী (এমইটিআই) নিশিমুরা ইয়াসুতোশি বলেন, তার দেশ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চআয়ের দেশে পরিণত করার প্রচেষ্টায় পূর্ণ সহযোগিতা করবে।
সোমবার (২৪ জুলাই) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন নিশিমুরা ইয়াসুতোশি। এর আগে ঢাকার মেট্রোরেলে চড়েন জাপানের অর্থনীতিবিষয়ক মন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
জাপানের মন্ত্রী দুই দিনের সরকারি সফরে গত রোববার (২৩ জুলাই) ঢাকায় এসেছেন। এই প্রথম জাপানের কোনো অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী বাংলাদেশ সফরে এসেছেন।
মন্ত্রী নিশিমুরা চলতি বছরের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের সময় দুই প্রধানমন্ত্রীর যৌথভাবে ঘোষিত কূটনৈতিক সম্পর্কের ‘কৌশলগত অংশীদারিত্ব’ উল্লেখ করেন।
জাপানের সহযোগিতায় বাস্তবায়িত মেগাপ্রকল্পে সন্তোষ প্রকাশ করেন নিশিমুরা ইয়াসুতোশি। তিনি বাংলাদেশের তরুণ ও উদ্যমী জনসংখ্যার পাশাপাশি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে কৌশলগত অবস্থানের প্রশংসা করেন।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উচ্চআয়ের দেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
গত দেড় দশকে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বাংলাদেশ-জাপান সহযোগিতার চলমান মেগাপ্রকল্পের কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের একটি স্মার্ট ও উন্নত দেশ হওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করতে এ ধরনের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
এছাড়া অবকাঠামোগত উন্নয়ন, আইসিটি, মানবসম্পদ উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও জাপানি বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এছাড়া মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশে বিদ্যমান অগ্রাধিকারমূলক আচরণ বজায় রাখার বিষয়ে মন্ত্রী নিশিমুরা বলেন, জাপান বর্তমানে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার পর বাংলাদেশকে দেওয়া অগ্রাধিকারমূলক আচরণ পর্যবেক্ষণ করছে। এই বিষয়ে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সাহায্য করবে।
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে জাপানের অব্যাহত সহায়তার জন্য মন্ত্রী নিশিমুরাকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি