রবিবর ৩০ জুলাই পাকিস্তানে ক্ষমতাসীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে-ই-ইসলাম-ফজলুর (জেইউআই-এফ) এক কর্মী সম্মেলনে বোমা বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো দুই শতাধিক মানুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।প্রাদেশ মুখপত্র বলেন জেইউআই-এফ এমএনও মাওলানা জামাল উদ্দিন এবং সিনেটর আবদুল রশিদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন তিনি নিশ্চিত করেছেন যে নিহতদের মধ্যে একজন জেইউআই-এফ-এর তেহসিল খার আমিন মাওলানা জিয়াউল্লাহ রয়েছেন। আহত ব্যক্তিদের পেশওয়ার ও তিমারগেরায় হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
ঘটনাস্থল থেকে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিনিধি জানিয়েছেন, এ ঘটনায় স্থানীয় একজন সাংবাদিকও আহত হয়েছেন। টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে বিস্ফোরণের পর আতঙ্কিত লোকজনকে দেখা গেছে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থল ঘিরে রাখেন।
জেইউআই-এফ নেতা হাফিজ হামদুল্লাহ পাকিস্তানের জিও নিউজকে বলেছেন, এই সম্মেলনে তাঁরও যাওয়ার কথা ছিল। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি যেতে পারেননি। হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমি এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর পেছনে থাকা ব্যক্তিদের একটি বার্তা দিতে চাই যে, এটা জিহাদ নয়, সন্ত্রাসবাদ।’ এ হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন হাফিজ হামদুল্লাহ।