নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু ও সুস্থতার হার দুটোই বেড়েছে। এ সময়ে রাজধানীসহ সারাদেশে ৪৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ ও সাতজন নারী। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৮০২ জনে।
গত ২৪ ঘণ্টায় মৃতের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৪১ শতাংশ। আগের ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল মাত্র ২৬ জন। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী একজন। এ সময় মৃতের হার ছিল ১ দশমিক ৪০ শতাংশ।
একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০টি। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭২৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৫ হাজার ৫৯৪ জন। নতুন রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার বৃদ্ধি পেয়ে ৭২ দশমিক ০১ শতাংশে দাঁড়িয়েছে।