1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন

শালবন বাসস্ট্যান্ড শহরের সিকেঘোষ রোড থেকে সরিয়ে চরপাড়ায় মেডিকেল গেইটে স্থানান্তর

নজরুল ইসলাম বাবু
  • আপডেট : রবিবার, ২০ আগস্ট, ২০২৩

অনেকের মন্তব্য শালবনের জন্য যানজনের ব্যথা মাথা থেকে নেমে পেটে এসেছে।বিলম্বে হলেও ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,টি আই প্রশাসন সৈয়দ মাহবুবুর রহমান  ও কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ-কামাল আকন্দ জিলা মটর মালিক সমিতি ও জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সাথে  আলোচনা করে আজ থেকে সিকেঘোষ রোড ত্রিশাল বাসট্যান্ড থেকে  শালবন নামের  গাড়ী গুলো সরিয়ে চরপাড়া মেডিকেল কলেজ গেইট সংলগ্ন এলাকা থেকে চলাচল করার ব্যবস্থা গ্রহণ করেছেন।

স্মরণীয় এই শালবন গাড়িগুলো সিকেঘোষ রোড থেকে সরানোর জনগুরুত্বপূর্ণ দাবী নিয়ে প্রশাসনিক উচ্চ পর্যায়ে  একাধিক মিটিং হয়েছে। মিটিংয়ে শালবন নামের বাসগুলো সরানোর সর্বসন্মত সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু সিদ্ধান্ত রহস্য জনক কারনে বাস্তবায়ন হয়নি।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর টাইম লাইন থেকে গত ১৮ আগস্ট শুক্রবার শালবন ও যানজট নিয়ে একটি পোস্ট দেন।এতে প্রশাসন নড়েচড়ে ওঠেন ও শহরের প্রানকেন্দ্রে জগদ্দল পাথরের ন্যায় ছেপে থাকা শালবন নামের গাড়ি সরানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করেন।আর আজ থেকেই শালবন গাড়ি সরিয়ে চরপাড়ায় পাঠানো হয়েছে।

অনেকে মন্তব্য করে বলেন শহরের যানজট নিরসনের জন্যে এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। তবে চরপাড়া হাসপাতালের কাছাকাছি বাসস্ট্যান্ড হাসপাতালে আগত রোগীদের জন্য নতুন সংকট  সৃষ্টি হবে,এর স্থায়ী ও সঠিক সমাধান হতে হবে।অনেকে রসিকতা করে মন্তব্য করে বলেন শালবন গাড়ি শহরের ওই এলাকায় যানজটের অন্যতম মাথা ব্যথার কারণ ছিল। এখন এই ব্যথা নিরসন না হয়ে মাথা থেকে পেটে নেমেছে। পেটের ব্যাথা যেন তীব্র না হয় সেই জন্য স্থায়ী সমাধান হতে হবে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি