দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। স্থানীয় বাজারে তেজারি স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য বৃদ্ধি পাওয়ায় নতুন দাম সমন্বয় করা হয়েছে। শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এতে বলা হয়, সব থেকে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম ভরিতে ২ হাজার ১৮১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে করে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে এক লাখ এক হাজার ২০৮ টাকা।
২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৯৬ হাজার ৬০৩ টাকা, ১৮ ক্যারেটের দাম হবে ৮২ হাজার ৭৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৬৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের দাম কমান হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার ভরির দাম এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম এক হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫০ টাকা হবে।
এর আগে, গত ১৭ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে এক হাজার ৭৫১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছিল।