বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে বরিশালের গৌরনদীতে গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাসে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে ।
ভয়াবহ এ অগ্নিকান্ডে যাত্রীবাহী এসি বাসটি সম্পূর্ন পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
জানাগেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানী ঢাকা থেকে যাত্রী নিয়ে গ্রিন লাইন পরিবহনের ঢাকা মোট্রো ব ১৫-৯৯৫১ নম্বরের
যাত্রীবাহী এসি বাসটি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। ঘটনার প্রত্যক্ষদর্শী গৌরনদীর কটকস্থল এলাকার এলাহী পেট্রল পাম্পের সামনের
চায়ের দোকানদার মোঃ সাদ্দাম হোসেন মাঝি বলেন, রাত সোয়া ১২টার দিকে বাসটি বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায়
আমার দোকানের সামনে দিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। আমি তখন আমার দোকানের সামনে দাড়িয়ে ছিলাম। আমার হাতে একটি টর্স লাইট ছিল। এ
সময় চলন্ত এসি বাসটির পেছনে থাকা ইঞ্জিনে আগুন জ্বলতে দেখে আমি ও পেট্রল পাম্পে থাকা লোকজন মিলে ডাক চিৎকার দেই। একই সাথে আমার
হাতের টর্স লাইটটি জ্বালিয়ে চলন্ত বাসটির লুকিং গ্লাসের ওপর টর্সের আলো ফেলি। বাসটির চালক তখন বাসটিকে থামিয়ে আগুন দেখতে পেয়ে
দ্রুত যাত্রীদেরকে বাস থেকে নামিয়ে আনেন। ইতোমধ্যে বাসের ইঞ্জিনে লাগা আগুন পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে আগুনে জ্বলতে
থাকে বাসটি।