বার্সেলোনায় কাটিয়েছেন প্রায় নয় বছর। ক্যাম্প ন্যু’তে পথচলা আরও দীর্ঘ হচ্ছে মার্ক-আন্ড্রে টের স্টেগানের। কাতালান ক্লাবটির সঙ্গে আরও তিন বছর চুক্তির মেয়াদ বাড়িয়েছেন জার্মান গোলরক্ষক।
স্টেগানের সঙ্গে বার্সেলোনার চুক্তির মেয়াদ ছিল ২০২৫ সাল পর্যন্ত। আরও তিন বছর যোগ করে চুক্তি নবায়ন করা হয়েছে ২০২৮ সাল পর্যন্ত। নতুন চুক্তিতে তার রিলিজ ক্লজ রাখা হয়েছে ৫০ কোটি ইউরো। শুক্রবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বার্সেলোনা।
স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, লা লিগা জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়নের সময় বেতন কমাতে রাজি হয়েছেন স্টেগান।
২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেন টের স্টেগান। ক্লাবটির হয়ে সব মিলিয়ে ৩৭৯ ম্যাচ গোলবারের নিচে দায়িত্ব সামলিয়েছেন তিনি। কাতালান দলটির ইতিহাসে গোলরক্ষকদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় আছেন চতুর্থ স্থানে। কাতালান ক্লাবটির হয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ ক্লাব ফুটবলে জেতা সম্ভব এমন সব শিরোপার স্বাদ পেয়েছেন ৩১ বর্ষী স্টেগান।