ছবিতে মঠবাড়িয়া উপজেলা মেরুখালী ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আজিজুর রহমান সাহেবের ভাই আব্দুল মাজিদ পঞ্চায়েত ও তার ভাতিজা গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের হিসাব বিভাগের সাবেক অবসরপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মাদ ইউসুব আলী সাহেব। বর্তমান সে গাজীপুর স্থানীয়ভাবে বসবাস করে।
জনাব আব্দুল মজিদ জোমাদ্দারের বয়স প্রায় শত বর্ষের কাছাকাছি। তার ৫ ছেলে ও তিন মেয়ে, আট ভাই বোনের ভিতর জনাব ইউসুব সাহেবের বড় এবং তার বাবা এই বড় ছেলের প্রতি সবচেয়ে বেশি বিশ্বাস ও অগাধ ভালোবাসা।
তাই তার পড়ন্ত বিকালে আখিরাতের কথা চিন্তা চিনতে করে ইউসুব সাহেবকে সংবাদ দিয়ে বাড়িতে নিয়ে আসে। এবং তাকে তার মনের কথা ব্যক্ত করে বলে তার সমস্ত জমা জমি সুন্দরভাবে সবার মাঝে রেজিস্ট্রি করে দিতে। জনাব ইউসুব সাহেব তার বাবার নির্দেশ ও ইচ্ছে অনুযায়ী নয়টা দিন অসুস্থ শরীর নিয়ে অসহনীয় গরমের ভিতর কষ্ট করে সমস্ত জমিজমা পুঙ্খানু পুঙ্খনু ভাবে হিসাব করে সবার ভিতরে বন্টন করে রেজিস্ট্রি করে দিয়ে আখিরাতের পথ তার সহজ করে দিল। এবং সমাজের ন্যায় ও সৎ কাজের বিরল ইতিহাস সৃষ্টি করল। জনাব ইউসুব সাহেব তার বাবার সমস্ত কাজ শেষ করে আজ আবার হামিম পরিবহনে তার নিজ বাসার উদ্দেশ্যে মঠবাড়িয়া থেকে রওনা হয়েছেন। আপনারা সবাই তার জন্য দোয়া এবং তার বাবার জন্য এই মৎ কাজের জন্য দোয়া করিবেন উভয়ের যেন আল্লাহতালা নেক হায়াত ও সুস্হ জীবন দান করেন আামিন।