কুষ্টিয়ার দৌলতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানজিদা (২৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নাটনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত গৃহবধূ একই এলাকার আলমগীর হোসেনের স্ত্রী এবং পার্শ্ববতী শেহালা গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যারাতে গৃহবধূ সানজিদা নিজ বাড়িতে বৈদ্যুতিক আলো জ্বালানোর জন্য সুইচ অন করতে গিয়ে ছেড়া তারে হাতপড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিলে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নিহতের বাবাসহ পরিবারের লোকজন দাবি করেন তাদের মেয়ে সানজিদাকে হত্যা করে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বলে নাটক সাজিয়েছে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ রবিবার সকালে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
গৃহবধূ মৃত্যুর ঘটনায় দৌলতপুর থানার ওসি (তদন্ত) রাকিবুল হাসান বলেন, হত্যা না বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।