কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র দ্বি-বার্ষিক নির্বাচনের ৬ সেপ্টেম্বর বুধবার ছিলো মনোনয়ন উত্তোলনের শেষ দিন। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলামের নিকট থেকে সশরীরে উপস্থিত হয়ে প্রার্থীরা মনোনয়ন ক্রয় করেন।
২৩ টি পদের বিপরীতে মোট ৪৬ টি মনোনয়নপত্র বিক্রি হয়। সভাপতি পদে মনোনয়ন ক্রয় করেছেন ২ জন প্রার্থী।
রাশেদুল ইসলাম বিপ্লব (নাগরিক টিভি, বাংলাদেশ বেতার, দৈনিক বাংলা) ও শৈবাল আদিত্য (দৈনিক পূর্বাভাস), সহ-সভাপতি ৩ পদের বিপরীতে ৭ জন মনোনয়ন উত্তোলন করেছেন।
মীর আল আরেফীন বাবু (ডেইলি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস), শেখ হাসান বেলাল (আরটিভি), মিলন উল্লাহ (ইনডিপেনডেন্ট টিভি), আমিরুল ইসলাম ( সাপ্তাহিক মুকুর), রফিকুল ইসলাম ( দৈনিক আজকের দর্পণ), ইউসুফ আলী ( দৈনিক করতোয়া), আরিফুল ইসলাম ( সাপ্তাহিক কুমারখালী বার্তা), সাধারণ সম্পাদক পদে ২ জন সোহেল রানা (জিটিভি, যায়যায়দিন) ও শাহ আলম রেজা (দৈনিক বাংলাদেশ সমাচার),
যুগ্ম সম্পাদকের ৩ পদে ৪ জন মনোনয়ন উত্তোলন করেছেন। আফরোজা আক্তার ডিউ( নিউনেশন), আখতারুজ্জামান মৃধা পলাশ (দৈনিক মুক্তখবর), মাহমুদ হাসান ( দৈনিক সংবাদ সারাবেলা), মোহাম্মদ রিপন ( দৈনিক দেশভূমি),
সাংগঠনিক সম্পাদক পদে ২ জন মনোনয়ন উত্তোলন করেছেন। ফিরোজ কায়সার (আনন্দ টিভি) ও ইসরাফিল হোসেন (কুষ্টিয়ার কন্ঠ)। কোষাধ্যক্ষ পদে ২ জন। ইসমাইল হোসেন ( দৈনিক সময়ের আলো) ও সালমান শাহরিয়ার রাজু (দৈনিক স্বর্ণযুগ)। দপ্তর সম্পাদক পদে ২ জন। এস এম ওয়ালিদুজ্জামান শুভ ( দৈনিক নবচেতনা) ও রাকিবুল হাসান ( দৈনিক স্ব্রণযুগ), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন। এইচ এম বেলাল ( দৈনিক ঢাকা টাইমস ও আল আমিন (দৈনিক স্বাধীন দেশ) ।
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন। জাহিদুল হক ডন ( দৈনিক প্রাইম), এস এম সুমন (দৈনিক লোকসমাজ), মাহমুদ হাসান ( অপরাধ অনুসন্ধান), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক পদে ২ জন। আখতার উন নবী মনা (দৈনিক একুশে সংবাদ) ও সোহেল রানা (দৈনিক গণজাগরণ), ধর্মীয় সম্পাদক পদে ২ জন।
সাইফউদ্দিন আল আজাদ (দৈনিক গণকন্ঠ) ও রাকিব আলী ( দৈনিক দেশের বাণী)। তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৩ জন। সেলিম রেজা বাচ্চু ( সাপ্তাহিক দৌলতপুর বার্তা) , হাফিজুর রহমান জীবন (দৈনিক গণমুক্তি), জীবন মাহমুদ ডাবলু (দৈনিক প্রভাত)।
নির্বাহী সদস্য পদে ৭ জনের বিপরীতে ১৩ জন মনোনয়ন উত্তোলন করেছেন। জাহিদুজ্জামান ( নিউজ24 চ্যানেল), সাহিনা ইয়াসমিন ( এমটিভি), শাহীন আলী ( একাত্তর টিভি), মিলন খন্দকার (মোহনা টিভি), জান্নাতুল ফেরদৌস (দৈনিক আলোচিত কন্ঠ), এ এন এম তৌফিক তপন ( দৈনিক স্বাধীন সংবাদ), কে এম শাহীন রেজা ( দৈনিক বাংলাদেশ বুলেটিন), সোহাগ আহমেদ (দৈনিক সাগরখালী), সামরুজ্জামান সামুন (দৈনিক লাখোকন্ঠ), ফয়সাল চৌধুরী (আমাদের নতুন সময়, স্বদেশ প্রতিদিন), আতিকুর রহমান ছন্দ (গড়াই নিউজ/দৈনিক প্রতিজ্ঞা), সেলিম রেজা রনি (চ্যানেল এস), মিজানুর রহমান (দৈনিক দেশভূমি)।