সরকার নির্দোষ কাউকে কোনো হয়রানি করছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ কথা বলেন।
‘এক-দেড় মাসের মধ্যে কারাগারে যেতে হতে পারে’ বিএনপি নেতা মির্জা ফখরুলের এমন বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, নিজের অপরাধ ঢাকতে বা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত এবং সরকারের ওপর চাপ প্রয়োগ করতে তিনি অমূলক বক্তব্য দিয়েছেন।
তিনি বলেন, মির্জা ফখরুল কোনো অপরাধ করেছেন বলেই কারান্তরীণ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সরকার বিনা দোষে কাউকে আটক রাখে না। দেশের বিচার বিভাগ স্বাধীন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আসতে হবে। আইনের দৃষ্টিতে সবাই সমান। আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। গণতন্ত্র সুসংহত করতে অগ্রণী ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ গণমানুষের প্রতিনিধিত্ব করা রাজনৈতিক সংগঠন।
কাদের বলেন, আওয়ামী লীগ বিরোধী দল-মত দমন কিংবা কোনো ধরনের মামলা-হামলা দিয়ে হয়রানি করে না। যারাই মানুষকে পুড়িয়ে মেরেছে, অগ্নিসংযোগ করেছে, সন্ত্রাস সৃষ্টি করেছে—আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।