দেশের বাজারে ঊর্ধ্বমুখী ডিমের দামের লাগাম টানতে ভারত থেকে চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার।
সোমবার (১৮ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
প্রতিষ্ঠান ৪টি হলো মেসার্স মিম এন্টারপ্রাইজ, টাইগার এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি এবং অর্নব ট্রেডিং। রোববার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেবলমাত্র বার্ড-ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জামুক্ত দেশ থেকেই ডিম আমদানি করতে হবে। আমদানিকারক কোম্পানিকে অবশ্যই সরকার-নির্ধারিত শুল্ক-কর পরিশোধ করতে হবে। যে দেশ থেকে ডিম আমদানি করা হবে, সে দেশের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিটি ডিমের চালানের জন্য ইস্যুকৃত বার্ড-ফ্লু এবং ইনফ্লুয়েঞ্জা-মুক্ত সনদ দাখিল করতে হবে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানি করা ডিম খুচরা পর্যায়ে প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে। আমদানি করা ডিম এলসি খোলার এক সপ্তাহের মধ্যে এসে পৌঁছাবে। এ সপ্তাহেই এলসি খোলা শুরু হবে বলে আশা করা হচ্ছে।