পাকিস্তানের সুপ্রিম কোর্টের ইতিহাসে দেশটির শীর্ষ আদালতে প্রথমবারের মতো শুনানি লাইভ হচ্ছে। ডনের খবরে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের ‘প্রাকটিস এন্ড প্রসিডিউর অ্যাক্ট ২০২৩’ এর ওপর কয়েকটি রিটের শুনানি লাইভে হচ্ছে।
এই আইনের অধীনে জনগুরুত্বপূর্ণ কোনো সাংবিধানিক বিষয়ে তিনজন বিচারকের কমিটি গঠন হয় যাকে সুয়ো মুটো হিসেবে উল্লেখ করা হয়।
খবরে বলা হয়েছে, লাইভ শুনানি পাকিস্তানের নবনিযুক্ত প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসার প্রথম কর্ম দিবসেই অনুষ্ঠিত হচ্ছে।
পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রীর মেয়াদ মাত্র ১৩ মাস। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। রবিবারই তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন।
শুনানির শুরুতে প্রধান বিচারপতি সম্পূর্ণ আদালতের (ফুল কোর্ট) বৈঠক ডাকেন। ফুল কোর্ট সুপ্রিম কোর্টের ১৫ জন বিচারকের সমন্বয়ে গঠিত।