র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধী কে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী , অস্ত্রধারী অপরাধী সহ, বিভিন্ন প্রকার চাঁদাবাজ ও ছিনতাইকারিদের গ্রেফতারের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। এর ওই ধারাবাহিকতায় গত ২০এ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দে তারিখ আনুমানিক ০১:১৫ ঘটিকা হইতে ২:২৫ ঘটিকা পর্যন্ত র্যাব১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার গেন্ডারিয়া থানাধীন সুইপার , কলোনি এলাকা থেকে ওয়ারী থানাধীন স্বামীবাগ এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে , আন্ত: জেলা ট্রাক , কভার ব্যান , লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন হতে অবৈধভাবে চাঁদা আদায়কারীর সময় ১০ জন চাঁদাবাজকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার কৃতরা হলেন,১, রমজান (৩৬) ২, মোহাম্মদ সাফায়েত হোসেন (২৩) ৩, মোহাম্মদ জীবন হোসেন (২৩) ৪, মোঃ সুমন(৪২) ৫, মোঃ ফারুক হোসেন (৪১) ৬, হাবিবুর রহমান (৩৫) ৭, মোঃ তামজীদ হোসেন রবিন (৩০) ৮, মোঃ ফজলুর রহমান রানা (৩৩) ৯, মোহাম্মদ মোস্তফা কামাল হাসান (৩৩) ১০, মোঃ শরীফ (৩৬) জন আটক হয় বলে জানা যায়। এই সময় তাদের কাছ থেকে নগদ আদায়কৃত চাঁদা =১১৮০০/(এগারো হাজার আটশত) টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে , গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবত গেন্ডারিয়াও ওয়ারিসহ আশপাশের বিভিন্ন এলাকায় অন্ত: জেলা ট্রাক, কভার, লরী ও সিএনজি সহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সাথে অশোভনীয় আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতিও ভয় ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর পূর্বক চাঁদা আদায় করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিত্বের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজি করা হয়েছে।