1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন

দুর্নীতি অনিয়মে বেপরোয়া কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক জয়নুল আবেদীন

স্টাফ রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

প্রকল্পে অনিয়ম এবং বরাদ্দের টাকা আত্মসাৎ এর অভিযোগ নিজেকে কেন্দ্রীয় নেতার  লোক বলে দাবি করা  উত্তরায় ৩২০০ স্কয়ার ফিটের আলিশান ফ্লাট চলেন বিলাসবহুল গাড়িতে।

দুর্নীতি করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ  পরিচালক (ক্রপস উয়িং) ড. মোহাম্মদ জয়নুল আবেদিন।
তার বিরুদ্ধে নামে-বেনামে রয়েছে অঢেল সম্পদ। বিভিন্ন সূত্রে জানা যায় নিজেকে সরকার দলের একটি সহযোগী সংগঠনের প্রতিষ্ঠাতার কাছের লোক এবং মন্ত্রীর আস্থাভাজন হিসেবে পরিচয় দিয়ে থাকেন তিনি। আরও জানা যায় প্রকল্পে দুর্নীতি অনিয়ম ও কমিশন বানিজ্যের মাধ্যমে হঠাৎ আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জয়নুল আবেদীন। দুর্নীতি অনিয়মের টাকায় নামে বেনামে গড়েছেন ব্যাংক ব্যালেন্স গাড়ি ও বাড়ি। গড়ে তুলেছেন জামালপুরের জিগাতলা গ্রামের বাড়িতে বিঘায় বিঘায় সম্পদ।
সরোজমিনে গিয়ে দেখা গেছে রাজধানীর উত্তরায় ,১০ নং সেক্টরে,রোড নংঃ১১,বাড়ি নংঃ২৮,ফ্ল্যাট নংঃএ/২ তে ৩২০০ স্কয়ার ফিটের একটি আলিশান  ফ্ল্যাট রয়েছে তার নামে, যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি টাকা ।এছাড়াও রয়েছে একটি বিলাসবহুল গাড়ি, যার নাম্বার ঢাকা মেট্রো- গ,৩৬-৭২৭১।যা তার আয়ের সাথে অসংগতিপূর্ণ । দুদক সূত্রে জানা যায় তার আয় বহির্ভূত সম্পদের খোঁজ নেওয়া হচ্ছে।

অভিযোগ উঠে প্রকল্পের বরাদ্দ আত্মসাৎ করে দেশ-বিদেশের সম্পদের পাহাড় গড়েছে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা এই উপ-পরিচালক।

এসকল অভিযোগ  সম্পর্কে জয়নুল আবেদীন এর কাছে মন্তব্য জানতে চাইলে তিনি কোন মন্তব্য দিতে আগ্রহ প্রকাশ করেননি।বরং সাংবাদিক পরিচয় পেয়েই ফোন কেটে দেন, অতঃপর তাকে মুঠোফোনে খুদে বার্তা প্রেরণের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পূর্বে বক্তব্য চাওয়ার বিষয়টি অবগত করা হয়, যাতে উল্লেখ থাকে পত্রিকায় সংবাদ প্রকাশের পূর্বে অভিযোগের বক্তব্য চাওয়া ব্যতীত পত্রিকা কর্তৃপক্ষের অন্য কোন উদ্দেশ্য নেই, আরো উল্লেখ করা হয় ব্যক্তিগত আক্রমণ হয়রানি করা পত্রিকা কর্তৃপক্ষের উদ্দেশ্য নয়। কিন্তু এই অবদি আনিত অভিযোগের ব্যাপারে মুখ খুলেনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (ক্রপস উয়িং) জয়নুল আবেদীন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি