রংপুর নগরীর জামাল মার্কেটে আগুন লেগে ২০টি কাপড়ের দোকান পুড়ে গেছে।
আজ ভোর ৬টার দিকে মার্কেটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ব্যবসায়ীদের দাবি, আগুনে তাদের ২০টি দোকান পুড়ে যাওয়ায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
মার্কেটের কাপড় ব্যবসায়ী রনি বলেন, ‘সকালে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি সব শেষ। আমার ২০ লাখ টাকার কাপড় আগুনে পুড়ে গেছে।’
রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে প্রথমে ৮টি ইউনিট পরে আরও দুইটি ইউনিট পাঠানো হয়। আধা ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।