সাবেক ভূমি প্রতিমন্ত্রী ও ব্রাক্ষনবাড়িয়া-2(সরাইল -আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এবং সাবেক বিমান ও পর্যটনমন্ত্রী লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহজাহান কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )মাঝে ১৭মিনিটের ব্যবধানে এই দুই সংসদ সদস্য মারা যান। শুক্রবার দিবাগত রাত ৩ টা২ মিনিটে উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া এবং রাত ৩টা ১৯ মিনিটে একেএম শাহজাহান কামাল মারা গেছেন। উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া একমাত্র ছেলে মাইনুল হাসান তুষার তার বাবার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমেকে নিশ্চিত করেন। তিনি জানান তার বাবা দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা খারাপ হলে,এক সপ্তাহ আগে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিলো। শুক্রবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অন্যদিকে শাহজাহান কামাল এর ছোট ভাই টাকা বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য ড.এএসএম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।