1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

চুরি হওয়া পুরাতন ছাপানো ৭০০ কেজি প্রেসের প্লেট উদ্ধার গ্রেফতার ২ জন

রানা ইস্কান্দার রহমান
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

গাইবান্ধা জেলার সদর থানা কর্তৃক চুরি যাওয়া পুরাতন ছাপানো ৭০০ কেজি প্রেসের প্লেট উদ্ধার  এবং চোর দলের সংঘবদ্ধ ০২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার।

গাইবান্ধা জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোঃ কামাল হোসেন  দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, সদর থানা ,গাইবান্ধার নেতৃত্বে মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ সেরাজুল হক এর  তত্ত্ববধানে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে  অফসেট প্রিন্টের প্রেস এর মেশিনম্যান মোঃ কাফিউজ্জামান রেজভী (২৮), পিতা-মোঃ বাদশা মিয়া, সাং-পর জগন্নাথপুর বকুলতলা, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর কে জিজ্ঞাসাবাদ কালে জানতে পারেন যে, গত ইং-২৬/০৯/২০২৩ তারিখ রাত্রী ०২. ঘটিকার সময় ১নং আসামী মোঃ কাফিউজ্জামান @ রেজভী ও ২নং আসামী মোঃ রাশেদ (২৩), পিতা-মোঃ বাবলু হোসেন, সাং- কাজীপাড়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুরসহ উক্ত প্লেটগুলি চুরি করিয়া অটো যোগে দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ২নং আসামীর বসত ঘরের ভিতরে রাখে। পরবর্তীতে ইং-১১/১০/২০২৩ তারিখ ১৫.৩০ ঘটিকায় ১নং আসামী মোঃ কাফিউজ্জামান @ রেজভীকে সহ অভিযান পরিচালনা করিয়া ২নং আসামীকে গ্রেফতার করতঃ তাহাদের সনাক্ত মতে চুরি যাওয়া পুরাতন ছাপানো ৭০০ কেজি প্রেসের প্লেট ২নং আসামীর বসতঘর হইতে উদ্ধার করা হয়।

উক্ত বিষয়ে প্রেস ব্রিফিং করেন  জনাব মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল)। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ, গাইবান্ধা সদর থানা, জনাব মোঃ মাসুদ রানা, পুলিশ পরিদর্শক (তদন্ত), জনাব মোঃ সেরাজুল হকসহ বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি