ইরাকের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা হয়েছে। আজ মঙ্গলবার অন্তত দুটি সশস্ত্র ড্রোন মার্কিন এই সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে।
আইন আল-আসাদ বিমান ঘাঁটিটি আল-আনবার গভর্নরেটে অবস্থিত। এই বিমান ঘাঁটিতে মার্কিন সৈন্যদের পাশাপাশি অন্যান্য দেশের সৈন্যরাও রয়েছে। গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেকদিনই এই বিমানঘাঁটিতে হামলা চালিয়ে আসছে ইরাকের ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো।
ইরাকের একাধিক সূত্র বলেছে, মঙ্গলবার সকালের দিকে আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে হামলা হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।
ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স মঙ্গলবার মার্কিন বাহিনীর ওপর হামলার দায় স্বীকার করেছে। এর আগে, রোববার এই গোষ্ঠী মার্কিন ঘাঁটিতে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। সোমবারও চারটি কাতিউশা রকেট ইরাকের আইন আল-আসাদ বিমান ঘাঁটিতে নিক্ষেপ করা হয়। েেসামবারের হামলায় ঘাঁটিতে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি না, তা স্পষ্ট নয়।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটি ও সৈন্যদের ওপর কমপক্ষে ২০ বার হামলা হয়েছে। এর মধ্যে ইরাকের আল-আসাদ বিমান ঘাঁটি এবং সিরিয়ায় আল-তানফ ঘাঁটিতে দুটি হামলায় মার্কিন সামরিক বাহিনীর অন্তত ২১ সদস্য আহত হয়েছেন।
খবর রয়টার্স, আলজাজিরা