ভারতের পেস-অলরাউন্ডার ও সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে নিয়ে চরম দুঃসংবাদটাই পেলো ভারতীয় ক্রিকেট দল। গোড়ালির চোট থেকে সেরে উঠতে না পারায় চলতি ওয়ানডে বিশ্বকাপে তিনি আর খেলতে পারবেন না।
টুর্নামেন্টের ইভেন্ট টেকনিক্যাল কমিটি শনিবার বদলি খেলোয়াড় হিসেবে ফাস্ট বোলার প্রসিদ্ধ কৃষ্ণের নাম অনুমোদন করেছে। দ্রুতই দলের সঙ্গে কৃষ্ণ যোগ দেবেন।
পুনেতে গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ইনিংসের নবম ওভারে বোলিং আক্রমণে এসে হার্দিক চোটে পড়েন। তার দ্বিতীয় ও তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়েছিলেন লিটন দাস। তৃতীয় বলটি করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান ভারত তারকা। গোড়ালিতে চোট পাওয়ার পর ব্যান্ডেজ করাতে হয়।
বেশ খানিকক্ষণ মাঠে হার্দিকের সেবা চলতে থাকে। উঠে দাঁড়ানোর পর খোঁড়াতে থাকায় শেষে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে আর খেলতে নামেননি। তার ওভারের বাকি তিন বল করেছিলেন বিরাট কোহলি।