বিএনপির দুই ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও শাহজাহান ওমরকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রবিবার(৫ নভেম্বর), ভোরে গাজীপুরের টঙ্গী থেকে আলতাফ হোসেন ও শনিবার মধ্যরাতে রাজধানীর একটি এলাকা থেকে শাহজাহান ওমর আটক হন।
র্যাব জানিয়েছে, আলতাফ হোসেন গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলার এজাহারভুক্ত আসামি। র্যাব-১-এর গাজীপুর স্পেশালাইজড কম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ইয়াসির আরাফাত হোসেন জানান, র্যাব উত্তরার একটি দল আলতাব হোসেন চৌধুরীকে রবিবার ভোরে টঙ্গী থেকে আটক করেছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, আলতাব হোসেন চৌধুরীকে র্যাব আটক করেছে। এ বিষয়ে সংস্থাটি এখনো তাদের কিছু জানায়নি।
এদিকে বিএনপির মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহজাহান ওমরকে আটক করেছে পুলিশ।
শনিবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করে।