1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

আলেম হয়ে মসজিদ মাদরাসায় চাকরী নয়; ব্যবসায় ঝুকলেন মাওলানা জাকির হোসাইন

শাহীন আলম
  • আপডেট : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী ইবি থানাধীন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে আল-হাদিস এ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন মাওলানা মোঃ জাকির হোসাইন। কুষ্টিয়া সদর উপজেলার শহর এলাকার পশ্চিম মজমপুরের পিতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মাতা রেহেনা খাতুন এর বড় সন্তান মাওলানা জাকির হোসাইন। দুই ভাই এক বোনের মধ্যে পরিবারের বড় সন্তান মাওলানা জাকির। লোকমুখে প্রচলিত কথা আছে সংসারের বড় সন্তানের উপর দায়িত্বটা একটু বেশিই থাকে। মাওলানা জাকির হোসাইন ও সেই বড় সন্তানেরই একজন,তবে জাকির হোসাইনের চিন্তা ভাবনা ছিলো একেবারেই ভিন্ন, কেননা সাধারণত আলেম হয়ে অগ্রভাগ আলেমের চিন্তা ভাবনা থাকে মসজিদ মাদ্রাসায় চাকরী বা খেদমত করা,আর সেটাকেই পেশা হিসেবে বেছে নেওয়া৷ কিন্তু জাকির হোসাইন এর ছাত্র জীবন থেকেই চিন্তা ভাবনা ছিলো,সে পড়াশোনা শেষ করে ব্যবসা করার মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করবেন।এবং নিজের ইসলামিক লাইনের পড়াশোনা/ ইলম/আমল সম্পূর্ণ খেদমতের নিয়তে বিনা পারিশ্রমিকে বিলিয়ে দিবেন সাধারণ মানুষের মাঝে। এতে জিন্দা হবে বিশ্ব নবী হযরত মোহাম্মদ (স:) এর পবিত্র একটি সুন্নত। এমন চিন্তা ভাবনা নিয়েই মাওলানা জাকির হুসাইন ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস ডিপার্টমেন্ট থেকে ধীরে ধীরে মাস্টার্স ডিগ্রী অর্জন করে একজন আলেম হলেন। আলেম হয়ে তিনি তার নিয়্যাত অনুযায়ী মাদ্রাসা মসজিদে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে খেদমতের পাশাপাশি সংসার চালানোর জন্য আস্তে আস্তে একটি মুদি দোকান গড়ে তুললেন।কুষ্টিয়া সদর উপজেলার পশ্চিম মজমপুর (হাফসা গার্ডেন) হাজ্বীর গলিতে অবস্থিত মাওলানা জাকির হোসাইনের ব্যবসা প্রতিষ্ঠান (জাকির এন্টারপ্রাইজ)। মাওলানা জাকির হোসাইন বলেন সততা আমাদের একমাত্র মূল ধন, হালাল পন্থায়  ব্যবসা করছি,একমাত্র আল্লাহ তায়ালা ও রাসূল (স:) এর সন্তুষ্টির জন্য।আমার জাকির এন্টারপ্রাইজে মুদিখানার যাবতীয় মালামাল পাইকারী ও খুচরা মূল্যে বিক্রয় করা হয়,এছাড়াও গ্যাস সিলিন্ডার বিক্রয়ের পাশাপাশি ক্রয়কারীর সুবিধার্থে হোম ডেলিভারির ও সু-ব্যবস্থা রয়েছে।ইনশাআল্লাহ।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি