বিএনপির মহাসমাবেশ চলাকালীন নয়াপল্টন এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ছয় দিনের রিমান্ড শেষে আসামিদের হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তরিকুল। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন।
এছাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় বিএনপির ভাইস প্রেসিডেন্ট শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শামসুজ্জামান দুদুকে তিনদিনের রিমান্ড শেষে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের পরির্দক রফিকুল ইসলাম। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদী জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন।
তাছাড়া গাউছিয়া মার্কেট এলাকায় যাত্রী ছাউনির সামনে বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার দিনের রিমান্ড শেষে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কানাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সাইরুল ইসলাম। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী জামিনের আবেদন নাকচ করে এ আদেশ দেন।
অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টাকান্ডে রাজধানীর পল্টন থানার মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আট দিনের রিমান্ড শেষে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. জামাল উদ্দিন মীর। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিপন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম জামিনের আবেদন নাকচ করে এ আদেশ প্রদান করেন।