বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রকে কথা বলতে বাধ্য করছে প্রবাসী নাগরিকরা। এমন অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন। তিনি বলেন, প্রবাসী সাংবাদিক ও বাঙালিরা দেশ ধ্বংসের খেলায় মেতেছে।
শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে চ্যারিটি বাজারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্র অন্য দেশের মানবাধিকার নিয়ে কেন কথা বলে না এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো সংলাপে পিছপা হয় না। পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ইচ্ছাও নেই তাদের।
যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে পরামর্শ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বন্ধু রাষ্ট্র চাইলে পরামর্শ দিতে পারে। যেগুলো দেশের মানুষের জন্য ভালো- সেগুলো গ্রহণ করি।
সংঘাত দূর করতে সবার অন্তরিকতা দরকার জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি সংঘাতের পথ বেছে নিয়েছে।