1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

মুক্তির আগেই ‘ডাঙ্কি’র আয় ১৩২ কোটি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

চলতি বছর হ্যাট্টিক করতে চলেছে বলিউড বাদশা শাহরুখ খান। ‘পাঠান’ আর ‘জাওয়ান’ এর পর এবার প্রস্তুত ‘ডাঙ্কি’। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
শাহরুথের আগের সব রেকর্ড ভেঙেছিল ‘পাঠান’। আর ‘পাঠান’ এর রেকর্ড হাতবদল করে এখন ‘জাওয়ান’ এর। তবে এই রেকর্ড ‘জাওয়ান’ এর কাছেই থাকবে নাকি তা হাতিয়ে নিবে ‘ডাঙ্কি’, তা কিছুদিনের মধ্যেই জানা যাবে।
ধারণা করা হচ্ছে, শাহরুখ খানের সব রেকর্ড ভেঙে ফেলতে পারে এই রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমা। মুক্তির একমাস আগেই সিনেমাটি আয় করে ফেলেছে ১০০ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩২ কোটি।
পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ৮৫ কোটি রুপির বাজেটের এই সিনেমার নন থিয়েট্রিকাল (ওটিটি কিংবা টেলিভিশন চ্যানেল) স্বত্ত্ব বিক্রি হয়েছে ১০০ কোটি রুপিতে। ইতোমধ্যেই সিনেমাটির টিজার ও গান মুক্তি পেয়েছে। আর তা দেখেই বক্স অফিস বিশ্লেষকরা দাবি করেছেন, সিনেমাটি হাজার কোটি রুপির বেশি আয় করবে।
গত ৬ বছরে এটি শাহরুখ খানের সবচেয়ে কম বাজেটের সিনেমা। সিনেমার প্রচার সহ এই সিনেমার বাজেট ১২০ কোটি রুপি। তবে এই বাজেটের মধ্যে তারকাদের পারিশ্রমিক অন্তর্ভুক্ত নয়।
যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের সমস্যাকে ফোকাস করে নির্মিত হয়েছে ‘ডানকি’। এর মাধ্যমে শাহরুখ খানের সঙ্গে প্রথমবার সিনেমায় কাজ করলেন রাজকুমার হিরানি। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন তাপসী পান্নু। শাহরুখ-তাপসী ছাড়াও এ সিনেমার অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। এর পাশাপাশি অভিনয় করেছেন বিক্রম কোচর, অনিল গ্রোভার, বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি