যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ তথা হাউস অফ রিপ্রেজেনটেটিভস বুধবার একটি ব্যাপক ভোটদান, নির্বাচন ও নীতিশাস্ত্র বিল পাস করেছে।
ডেমোক্রেটরা বলছেন, দেশজুড়ে বিভিন্ন রাজ্যে রিপাবলিকান ‘ব্যালট অ্যাক্সেস’ করতে যে চেষ্টা, তার বিরুদ্ধে লড়াই করার জরুরি প্রচেষ্টা হিসেবে বিলটির একটি অংশ কাজ করবে। যদি পাস হয়ে যায় তবে এই বিলটি ভোটাধিকার, নির্বাচনী প্রচারাভিযান, অর্থায়ন ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে একটি বৃহত্তর রূপরেখা চিহ্নিত করবে। রিপাবলিকানরা বলছেন, তারা উচ্চকক্ষ সিনেটে এটি বন্ধ করে দিতে চান।
এ নিয়ে শুক্রবার একটি টুইট করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি লিখেন, ভোটাধিকার পবিত্র এবং মৌলিক অধিকার। এই অধিকার এবং আমাদের নির্বাচনী অখণ্ডতা রক্ষা করার জন্য; আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার ও শক্তিশালী করার জন্য এইচ.আর. ১ (H.R. 1) এর জরুরি প্রয়োজন। আইনি প্রক্রিয়াটি পেরিয়ে যাওয়ার পর আমি এটি আইনে রূপান্তর করতে স্বাক্ষরের অপেক্ষায় রয়েছি।