আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন। আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে শুরু হবে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। যা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানিয়েছেন, এদিন বিকেল ৪টা পর্যন্ত ৩০০ সংসদীয় আসনের জন্য ২ হাজার ৭৪১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যেখানে মোট ৩০টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, জমা হওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে আজ শুক্রবার (১ ডিসেম্বর) থেকে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তারা তা যাচাই-বাছাই করবেন। তবে যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে আগামী ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১৭ পর্যন্ত সময় থাকবে প্রার্থিতা প্রত্যাহারের। এছাড়া প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। এরপর প্রার্থীরা নিজেদের প্রচার-প্রচারণা চালাতে পারবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষ আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে দেশে ইসি নিবন্ধিত দল রয়েছে ৪৪টি। ইসির তথ্যমতে, নিবন্ধিত দলগুলোর মধ্যে ৩০টি নির্বাচনে অংশগ্রহণ করছে। যদিও এর আগে অন্তত ২৬টি দল ইসিতে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের অংশ নেওয়ার কথা জানিয়েছিল।