রাজধানীর গুলিস্তানে ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুলিশ হেডকোয়ার্টারের পেছনে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এই আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাসি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।