1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:৫১ অপরাহ্ন

গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়ন বাতিল

জাতীয় অর্থনীতি ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্রী পার্টির সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে দ্বন্দ্বের কারণে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল গণতন্ত্রী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক পৃথকভাবে দাখিলকৃত কমিটি কমিশন কর্তৃক নামঞ্জুর করা হয়েছে। সুতরাং গণতন্ত্রী পার্টির অনুমোদিত কোনো কমিটি বিদ্যমান নেই। এ অবস্থায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণতন্ত্রী পার্টির পদধারী কর্তৃক দাখিলকৃত প্রার্থীর প্রার্থিতা বাতিল করার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার অনুরোধ করা যাচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি