মুস্তাকিম নিবিড়ঃ
আজ ১৫ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল নয় ঘটিকায় জাতীয় প্রেসক্লাবে বিশ্ব মানবাধিকার ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন বিএমবিএফ। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রাসেল মল্লিক এর তত্ত্বাবধানে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন বি এম বি এফ কেন্দ্রীয় কমিটির এবং বিভিন্ন আঞ্চলিক কমিটির সহ অন্যান্য শ্রেণী পেশার লোকজন। আলোচনা সভায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য এবং বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরীকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সংবর্ধনা দেয়া হয়। আলোচনাকালে কিবরিয়া চৌধুরী বলেন মানবাধিকার কর্মীদের সংবিধান জানতে হবে, মানবাধিকার যেখানে লঙ্ঘন হচ্ছে সেখানে মানবাধিকার প্রয়োগের পন্থা জানতে হবে।
সভাটিতে আরও উপস্থিত ছিলেন মেজর জেনারেল আমসা আমিন অবঃ, এমজি কিবরিয়া চৌধুরী সদস্য বাংলাদেশ প্রেস কাউন্সিল, এবিএম বাহার চেয়ারম্যান উপজেলা পরিষদ কুমিল্লা চৌদ্দগ্রাম, মতিউর রহমান ডিজেল মহাসচিব বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন, সানজিদা শারমিন মুক্তা কাউন্সিলর সাভার পৌরসভা, প্রধান আলোচক হিসেবে ছিলেন ডক্টর কাজী বজলুর রহমান সাবেক আইজিপি বাংলাদেশ পুলিশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মিয়া (সাবেক), বিশেষ আলোচক ছিলেন সংগঠনটির মহাসচিব এস এম সাইফুল রেজা। আলোচনা সভায় বক্তারা বিশ্ব প্রেক্ষাপটে মানবাধিকারের বাস্তবায়ন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।