1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

রাউজানে গভীর রাতে দুস্কৃতকারীদের দেওয়া আগুনে তিনটি পরিবারের বসতঘর ও মালামাল পুড়ে ছাই

সঞ্জয় বড়ুয়া
  • আপডেট : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

সঞ্জয় বড়ুয়া, রাউজান প্রতিনিধিঃ

রাউজানে গভীর রাতে দুস্কৃতকারীদের দেওয়া আগুনে একটি পাকা ভবন সহ তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায় । চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ৪ নং গহিরা ইউনিয়নের দলই নগর জাহেদ মোহাম্মদ চৌধুরীর বাড়ীতে গতকাল ১৫ ডিসেম্বর শুক্রবার ভোররাতে এঘটনা সংগঠিত হয় । অগ্নিকান্ডে দরিদ্র ইমনের সেমি পাকা ঘর ও ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায় ।  রাউজানের গহিরা দলই নগর এলাকার বাসিন্দ্বা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কর্মাস ইন্ডাস্টিজ এর সভাপতি মাহাবুল আলম তালকদার দরিদ্র ইমনকে সেমি পাকা ঘর নির্মান করে দেয় । মাহবুল আলম তালুকদারের নির্মান করে দেওয়া সেমি পাকাঘর ও ঘরের সব মালামাল দুস্কৃতকারীদের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় দরিদ্র ইমন ও তার পরিবারের সদস্যরা নিস্বঃ হয়ে পড়েছে । দুস্কৃতকারীদের আগুনে একই বাড়ীর আবদুল মালেকের ২য় তলা পাকা ভবন ও ঘরের মালামাল পুড়ে যায় । একই সাথে পাশ্ববর্তী আবদুল রশিদ, আবদুল মান্নানের টিনের চালা মালামাল বিহীন খালী ঘর ও পুড়ে যায় । আলহাজাব আবদুল মালেকের পুত্র ব্যবসায়ী এহসান উল্লাহ জাহেদী বলেন, গতকাল ১৫ ডিসেম্বর শুক্রবার ভোর রাত ৩ টার সময়ে ঘরের একটি কক্ষে আমি ঘুমানো অবস্থায় হঠাৎ আগুনের উৎপাত দেখে ঘুম থেকে জেগে উঠি । ঘুম থেকে জেগে উঠে ঘরের প্রতিটি কক্ষে আগুন দেখতে পেয়ে  পাশের কক্ষে আমার বৃদ্ব বাবা আলহাজ্ব আবদুল মালেক ও আমার মাতা ঘুমানো অবস্থা থেকে তাদের উদ্বার করে ঘর থেকে বের করি। ঐ সময়ে দরিদ্র ইমনের সেমি পাকা ঘর আগুনে জলছে দেখতে পায় । আগুন দেখে শোর চিৎকার করলে এলাকার লোকজন এসে দমকল বাহিনীকে ফোন করে অগ্নিকান্ডের সংবাদ দেয় ।

সংবাদ পেয়ে রাউজান ফায়ার ষ্টেশন থেকে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য মোঃ ইমন ও এহসানুল্লা জাহেদী অভিযোগ করে বলেন, আমাদের প্রতিবেশী আবদুর রশিদ আবদুল মান্নান সহ তাদের পরিবারের সদস্যরা হাটহাজারী এলাকায় ভাড়া বাসা নিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে চলে যায় । তাদের ঘর থেকে সব মালামাল নিয়ে যায়। ঘর খালী করে শত্রুতার জের ধরে আগুন লাগিয়ে দেয় আবদুল রশিদ ও আবদুল মান্নানের পরিবেরর সদস্যরা । আবদুর রশিদ এর পরিবারের সদস্য মামুন, জব্বার দুজনেই মামলার পলাতক আসামী । মামুন ও জব্বার দুজনেই সরকার বিরোধী রাজনৈতিক দলের সক্রিয় সদস্য । এ ব্যাপারে আবদুল রশিদ বলেন, আমরা হাটহাজারীর কামাল পাড়ায় পরিবার পরিজন নিয়ে ভাড়া বাসায় বসবাস করছি । আমাদের খালী ঘর সহ প্রতিবেশীদের ঘরে কারা আগুন লাগিয়েছে তা আমি জানিনা । অগ্নিকান্ডের সংবাদ পেয়ে আমি বাড়ীতে এসেছি । দুস্কৃতকারীদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্থ এহেসানুল্লাহ জাহেদী ও মোঃ ইমন এঘটনার ব্যাপারে রাউজান থানায় অভিযোগ করেন গতকাল ১৫ ডিসেম্বর সকালে । অভিযোগ পেয়ে রাউজান থানার ওসি জাহেদ হোসন ঘটনাস্থল পরিদর্শন করেন। রাউজান থানার ওসি জাহেদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন কালে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও এলাকার লোকজনের কাছ থেকে ঘটনার বিষয়ে কথা বলেন । এ সময়ে আবদুর রশিদের ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করেন । গভীর রাতে দুস্কৃত কারীদের অগ্নিকান্ড সংগঠিত করার পর এলাকায় সাধারন মানুষের মধ্যে আতংক নেমে এসেছে । এ ব্যাপরে রাউজান থানার ওসি জাহেদ হোসেন বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি ।  তদন্ত করে অগ্নিকান্ডের রহস্য উদঘাটিত করে আইনগতঃ ব্যবস্থা গ্রহন করা হবে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি