1. [email protected] : admin :
  2. [email protected] : জাতীয় অর্থনীতি : জাতীয় অর্থনীতি
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন

ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

ঢাকা-চেন্নাই রুটে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট উদ্বোধন করা হয়েছে। এর মধ্য দিয়ে ঢাকা-চেন্নাই রুটে বিরতিহীন ফ্লাইট চালু হলো। দক্ষিণ ভারতে বিমান বাংলাদেশের এটি প্রথম গন্তব্য।
এই রুটে প্রতি শনিবার, সোমবার ও বৃহস্পতিবার থাকছে তিনটি ফ্লাইটের শিডিউল।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) ফ্লাইট বিজি ৩৬৩ দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকা ছেড়ে যাবে বলে জানা গেছে। ফ্লাইটটি বিকেল তিনটা ২০ মিনিটে চেন্নাই পৌঁছানোর কথা রয়েছে। এরপর সোয়া চারটায় বিমানটি উড্ডয়ন করে সন্ধ্যা সাড়ে সাতটায় আবার ঢাকায় অবতরণ করবে।
উদ্বোধনের আগে ভারতীয় এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টের এক মুখপাত্র বলেন, শহরের যাত্রীরা চীনের গুয়াংজু ও কানাডার টরেন্টোর সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগের মাধ্যমে বিমানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবেন। বাংলাদেশে ট্রানজিট ভিসার প্রয়োজন হয় না।
উল্লেখ্য, মেডিক্যাল ট্যুরিজম ও বিজনেস ট্র্যাভেল সেগমেন্টে ব্যবহৃত হবে সার্ভিসটি। ইউএস-বাংলা এয়ারলাইন্স ও ইন্ডিগো ছাড়াও রুটটিতে চলাচলকারী তৃতীয় বিমান সংস্থা এটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০ দৈনিক জাতীয় অর্থনীতি