রিয়াজ উদ্দীন মাসুম সীতাকুণ্ড প্রতিনিধিঃ
শনিবার দুপুর ১২টায় উপজেলা মিলনায়তনে মহান বিজয় দিবস -২০২৩ইং উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ জিয়াউল কাদের এবং উপজেলা সমাজসেবা অফিসার মোছাৎঃ লুৎফুন নেছার পরিচালনায় প্রধান বক্তা ছিলেন যুদ্ধকালীন থানা কমান্ডার (সীতাকুণ্ড-সন্দ্বীপ) বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল আলম,অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,যথাক্রমে উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জয়নব বিবি, পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম,প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলাউদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দীন সাবেরীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা কমান্ডার ও মুক্তিযোদ্ধা বৃন্দ প্রমূখ।
সভায় প্রধান বক্তা ক্জী সিরাজ বলেন,আমরা দেশকে ভালবেসে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করে ৯ মাস সংগ্রাম করে দেশকে পাকিস্তান হানাদার বাহিনী থেকে মুক্ত করি।তাই তো আমরা বাঙালী জাতি আজ দেশকে এগিয়ে নিতে মেধা তৈরী হচ্ছে।আর এই মেধারাই (রাজনৈতিক,ডাক্তার,ইনঞ্জিয়ার,ব্যবসায়ীসহ ইত্যাদি) আজ দেশ পরিচালনা করে দেশকে উন্নয়নের দিকে ধাবিত করছে।যেমনি ভাবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ডিজিটাল বাংলাদরশে রূপান্তরিত করে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছে।আজ আমরা যদি দেশ স্বাধীন করতে না পারতাম,তাহলে আমরা পাকিস্তানীদের দাসত্ব করতে হতো।
অপরদিকে সকাল সাড়ে ৬টায় উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন,প্রেসক্লাব,পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ,বিএনপিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক প্রদান করে।