সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডে আগামী দ্বাদশ জাতীয় সংসদ-২৪ সালে নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থী মামুনের পক্ষে কাজ করার জন্য উপজেলা মহিলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়,গতকাল বিকাল ৪টায় পৌরসদর এলকে সিদ্দিকী স্কয়ারে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ইসমত আরার (সুরাইয়া বাকের) সভাপতিত্বে ও সেক্রেটারী শাহিনুর আক্তার বিউটি পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,নৌকার মনোনীত প্রার্থী ও উপজেলা আঃ লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন,বিশেষ অতিথি যথাক্রমে উপজেলা আঃলীগের সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আমম দিলশাদ,৪নং মুরাদপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাহার,যুগ্ন সম্পাদক মোঃ সাঈদ মিয়া,আরো উপস্হিত ছিলেন, উপস্থিত ছিলেন
সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি রেজাউল করিম বাহার,জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ,উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক সাঈদ মিয়া।চট্টগ্রাম উত্তর মহিলা আওয়ামী লীগের সদস্য যথাক্রমে নার্গিস আক্তার, লিপি দেওয়ানজী।উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ারা বেগম।নারী নেত্রী রওশন আরা বেগম, রেজিয়া মেম্বার, কামরুন নাহার নীলু, নার্গিস সুলতানা,সুলতানা বেগম,আলেয়া বেগম,পৌর কাউন্সিলর আনোয়ারা বেগম,সাবেক পৌর কাউন্সিলর কোহিনুর আক্তার প্রমূখ।
প্রধান অতিথি নৌকার মনোনীত প্রার্থী আল মামুন বলেন,আমরা সকলে সকল ভেদাভেদ ভূলে গিয়ে শেখ হাসিনার পরিকল্পনা আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আগামী ৭ জানুয়ারী নৌকার প্রতিককে জয়ী করতে হবে।কারণ আজকের বাংলাদেশ ডিজিটালে রূপান্তরিত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।আর আমি কয়েকবার উপজেলা চেয়ারম্যান থাকাকালীন কোন অনিয়ম বা অন্যায় কাজ করিনি।আমার পিতার আদর্শকে লালন করে আমি সব সময় অত্র অঞ্চলের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি।কারো প্রতি আমার বৈষম্য ছিল না।সুতরাং আমরা ভোটের দিন মহিলা আওয়ামী লীগের প্রত্যক কর্মীরা প্রত্যক ভোটারদের ভোট কেন্দ্রে নেয়ার জন্য সজাগ থাকতে হবে