আন্তর্জাতিক নারী দিবসে নারী ক্রিকেটারদের সুখবর দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৬ সালের নারী বিশ্বকাপ থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়ানো হবে। এমনটিই জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী মনু সাহনি।
আইসিসি জানিয়েছে, ২০২৬ সালে হতে যাওয়া নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ১০ থেকে ১২টি করা হবে। দলের সংখ্যা বাড়বে নারী ওয়ানডে বিশ্বকাপেরও, ২০২৯ সালের সেই আসরে ৮ থেকে বেড়ে অংশ নেবে ১০টি দল।
মনু সাহনি এক বিবৃতিতে জানিয়েছেন, “আমরা গত ৪ বছর ধরে নারীদের খেলাটি ছড়িয়ে দিতে ও বিপণনের জন্য চেষ্টা করেছি। যার ফলাফল সর্বশেষ আইসিসি নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দেখেছি। যে ম্যাচ রেকর্ড পরিমাণ মানুষ দেখেছে, ভিডিও ১.১ বিলিয়ন ভিউ হয়েছে।”
সাহনি আরও বলেন, “এটা সর্বকালের সেরা রেকর্ড ছিল নারী ক্রিকেটের ইভেন্ট দেখার, ৮৬১৭৪ জন মানুষ মাঠে বসে ফাইনাল খেলা উপভোগ করেছে। আমরা নারীদের ইভেন্ট গুলো সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছি, আরও দেশকে বৈশ্বিক ইভেন্ট গুলোতে প্রতিযোগিতার সুযোগ করে দিতে যাচ্ছি।”