লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে নৌকার প্রার্থী সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী এ্যাড. আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে এবিষয়ে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর বিকালে লালপুর-গোপালপুর সড়কে শতাধিক মোটরসাইকেল ও ২০/২৫ টি অটোভ্যান নিয়ে রাস্তা বন্ধ করে মোটরসাইকেল শোডাউন করে নৌকা প্রতীকের সমর্থকরা। এছাড়া আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুল ১০টি ইউনিয়নে ১০টি মাইক ব্যবহার করছেন বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ।
এবিষয়ে কথা বলতে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলকে মুঠোফোনে কল করলে দিলে তিনি ফোন রিসিভ করেন নি।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।