কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বিএনপির উদ্দেশে বলেছেন, তারা চাচ্ছে আগামী নির্বাচন যাতে ভালো ভাবে না হয়। দেশে তারা অরাজকতা-নৈরাজ্য সৃষ্টি করতে চায়। তাই তারা নির্বাচন বানচাল করতে চায়।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুরে জাতীয় সংসদ নির্বাচনে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, আমরা গোপালগঞ্জের সঙ্গে পাল্লা দিয়ে অতীতেও ভোট দিয়েছি, আগামী দিনে ভোটার উপস্থিতি দেখিয়ে প্রমাণ করবো এই মধুপুর শেখ হাসিনার মধুপুর, এই মধুপুর আওয়ামী লীগের মধুপুর, এই মধুপুর বঙ্গবন্ধুর মধুপুর। যত ষড়যন্ত্রই হোক, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মধুপুরের জনগণ আবারও দেখাবে এখানে আওয়ামী লীগ কত শক্তিশালী।
মধুপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি বাপ্পু সিদ্দিকী, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।